ফেলে বিশ্বের চতুর্থতম ধনী শহরের তালিকায় সিঙ্গাপুর।
এই নিউজ প্রকাশ হবার পর দেশের ভাই ব্রাদাররা বলছে ও তো সিঙ্গাপুরে থাকে – ইনকামও অনেক বেশি।
পৃথিবীর চতুর্থ ধনী শহরে যেহেতু থাকে ইনকামও অনেক বেশি হবে।
বিশ্বাস করেন ভাই – এই দেশে দিন দিন খরচের পরিমাণ বেড়েছে যা দেশের মানুষ বুঝতে কষ্ট হবে।
খরচের হিসেবে অনেক প্রবাসী বাংলাদেশী ভাইদের বেতন একটুও বাড়ানি।
সঠিক সময়ে সঠিক স্কেল না করার কারেন অনেক প্রবাসী বাংলাদেশী ভাইদের বেতন গতো ৫ বছরে ১ ডলার ও বাড়েনি।
যুগের সাথে তাল মিলিয়ে সিঙ্গাপুর বর্তমানে বিশ্বের সেরা দেশের মধ্যে অন্যতম ।
এই দেশে টিকে থাকতে হলে আপনাকেও সবার মধ্যে সেরা হয়েই থাকতে হবে।
নয়তো বেতন শেষে বেতন ১৮-২৫ ডলার ই থেকে যাবে।
নির্দিষ্ট ট্রেডের উপর দক্ষতা অর্জন করুন এবং ঐ ট্রেড নিয়ে পড়াশুনা করুন।
টাকা ও মেধা খরচ করে সার্টিফিকেট অর্জন করে ধৈর্যের সহিত সঠিক সময়ের অপেক্ষা করুন।
ইনশাআল্লাহ সফলতা আসবে।
Leave a Reply