লালমনিরহাট প্রতিনিধিঃ
স্কুল শেষ করে বাড়ি ফেরা হলো না অয়ন (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিশু ছাত্রের। ট্রাক চাপায় মহাসড়কেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারের ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ওই উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের শ্রী সচিন চন্দ্রের ছেলে। সে ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ক্লাশ শেষে ছুটি হলে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র অয়ন চন্দ্র রায়। এ সময় মহাসড়ক পাড়াপাড় করতে গিয়ে কুড়িগ্রাম থেকে রংপুরগামি একটি ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে ঘাতক ট্রাকটিকে তারা পুলিশে সোপর্দ করে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফজতে দিয়েছেন।
Leave a Reply