শরীয়তপুরে ২২ বছরের এক যুবকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন ৪৩ বছর বয়সের এক নারী। বৃহস্পতিবার (১৬ মে) শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে নাদিম সরদার ওরফে জহিরের বাড়িতে অবস্থান নেন তিনি। নাদিম ওই গ্রামের বিল্লাল সরদারের ছেলে।
অনশনরত নারীর দাবি, তার বাড়ি কুড়িগ্রামের কবিরাজপাড়া এলাকায়।
নাদিমের সঙ্গে তার পরিচয় ফেসবুকে। এক বছর ধরে ফেসবুকসহ ইমো ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি ঢাকার আজিমপুর এলাকায় এক কাজির মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে এখন নাদিম তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না।
বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে নাদিমের বাড়িতে এসে অনশন শুরু করেছেন বলে জানিয়েছে ওই নারী।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দুজনই প্রাপ্তবয়স্ক। যদি অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ওই নারীর সঙ্গে বিয়ের বিষয়টি স্বীকার করেছেন নাদিম।
তার দাবি, নিজের বয়স লুকিয়ে ওই নারী তাকে বিয়ে করেন। তাদের ডিভোর্স হয়ে গেছে।
Leave a Reply