স্বপ্নের সিঙ্গাপুর বলতে অনেকেই মনে করে যে এই দেশে আসলেই বুঝি স্বপ্নগুলো পূরণ হয়ে যায় আর সেজন্যই এদেশকে স্বপ্নের সিঙ্গাপুর বলে।
আসলে কি তাই?
না,আসলে এমনটি নয়…
স্বপ্নের সিঙ্গাপুর বলতে বুঝানো হয়েছে এই দেশটি স্বপ্নের মতই পরিপাটি গোছানো ও সুন্দর।
আপনি এদেশে আসলেই আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে এমনটি নয়।
আপনি এদেশে আসলে আপানাকে কাজ করেই খেতে হবে,এদেশের প্রত্যেকটা মানুষ কাজ করে খায় মৃত্যু অবধি।
তাই এ দেশে এসে বসে খাওয়ার কোন সুযোগ নেই, কারণ এই দেশে পাঁচ পয়সার খাবারও কেউ বাকি দিবে না,ফ্রিতে দিবে না আপনাকে।
১০-১২ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতে হলে অবশ্যই আপনার মন মানসিকতা পরিবর্তন করে আসতে হবে।
আপনার মন স্থির ও মন মানসিকতা শক্ত করে আসতে হবে।
কারন এদেশে আসার পর আপনার কপাল ভালো হলে ভালো কোম্পানি ও ভালো কাজ পেতে পারেন।
অন্যথায় খারাপ কোম্পানি হলে কষ্টের শেষ থাকবেনা।
তাছাড়া আপনি যখন এই স্বপ্নের দেশে এসে পৌঁছাবেন।
তখন আপনাকে যে কাজ দেওয়া হবে সেই কাজই করতে হবে, আপনাকে বুঝতে হবে কাগজে-কলমে লেখা আর বাস্তবতার মাঝে অনেক ব্যবধ
Leave a Reply