কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখারীর কলাপাড়ায় হাত খরচের টাকা না পেয়ে পিতার সাথে অভিমান করে সোহাগ বেপারী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার রাতে সে তার মায়ের ওড়না পেচিয়ে ভারাটিয়া বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। এ ঘটনা ঘটে উপজেলার লতাচপলী ইউনিয়নের আলীপুর বাজারে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোহাগ তার বাবার কাছে হাত খরচের টাকা চায়। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়। রাতে বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশে থাকা ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মৃত সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে বলে জানা গেছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply