হাবিপ্রবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন
হাবিপ্রবি প্রতিনিধি :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রবীন্দ্র -নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয়েছে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব ২০২৪.
বৃহস্পতিবার (১৬ই মে ২০২৪) বিকাল ৪:৩০ এ প্রতিযোগিতা উৎসব টি বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম -১ অনুষ্ঠিত হয়েছে ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র- পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার,
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান, হলসুপারগন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পক্ষকাল ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক শেখ মো. সহিদ উজ জামান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এসময় তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতা প্রকাশের সক্ষমতা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের পারদর্শিতা চিহ্নিত করে এই চর্চায় যেনো তারা আরও বেশি করে উৎসাহিত হতে পারে এবং বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে তারা তাদের সক্ষমতা জানান দিতে পারে তা নিশ্চিত করা। সেজন্যই আমাদের এ আয়োজন”
তিনি আরও বলেন, “২০২২ সালে তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেছিলেন। তারপর থেকে প্রতিবছর আমরা এই উৎসব পালন করছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদের উদ্দেশ্য সুন্দর একটি সাংস্কৃতিক আবহ তৈরি করা। এই আবহ তৈরির মাধ্যমেই আমরা অবদান রাখবো মাননীয় প্রধানমন্ত্রীর ৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নে।
Leave a Reply