ময়মনসিংহের হালুয়াঘাটে ৫৮৬ পিস ভারতীয় ইয়াবাসহ এক আদিবাসী গারো যুবককে আটক করেছে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ন। শুক্রবার রাতে হালুয়াঘাট সীমান্তের তেলিখালি বিওপি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে রঙ্গমপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এ সময় একটি সিমকার্ড, একটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা জব্ধ করা হয়। আসামী হালুয়াঘাট উপজেলার ভাড়ালিয়াকোনার জবেন সাংমার ছেলে। এ ঘটনার সত্যতা জানিয়ে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, আটক আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply