কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের মহামারি ক্লান্তি লগ্নে দেশে যখন অক্সিজেনের সংকট। ঠিক তখনই পটুয়াখালীর কলাপাড়ায় ব্যক্তি উদ্যোগে চালু করা হয়েছে ‘হ্যালো চেয়ারম্যান ফ্রি অক্সিজেন সার্ভিস’। কোন ব্যক্তি করোনা আক্রান্ত হলেই উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা’র ব্যক্তিগত (০১৭১৮-৮১৫৬০১) মোবাইল নম্বরে ফোন করলে পৌঁছে দেয়া হবে অক্সিজেন।
জানা গেছে, করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত সমস্যার রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবার লক্ষ্যে স¤প্রতি ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো চেয়ারম্যান ফ্রি অক্সিজেন সার্ভিস’। এর জন্য বিশেষ একটি টিম কাজ কাজ করছে। ফোন পাওয়ার সাথে সাথে যথাস্থানে দ্রæত সম্ভব অক্সিজেন পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘যদি কেউ শ্বাসকষ্টজনিত কারণে আমাকে ফোন করে তাহলে দ্রæত সময়ের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয়া হবে। সাধারণ মানুষের উপকারের স্বার্থে ‘হ্যালো চেয়ারম্যান ফ্রি অক্সিজেন সার্ভিস’ চালু করা হয়েছে।
Leave a Reply