1. iamparves@gmail.com : admin :
  2. hdtariful@gmail.com : Tariful Romun : Tariful Romun
  3. shohagkhan2806@gmail.com : Najmul Hasan : Najmul Hasan
  4. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  5. ranaria666666@gmail.com : Sohel Rana : Sohel Rana
রবিবার, ১১ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা;আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

রেজাউর রহমান রিজভী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর শুক্রবার বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে মোট ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে।
এবারের ৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন- আজীবন সম্মাননায়- রুনা লায়লা, সেরা সঙ্গীতশিল্পী: তাহসান খান (গান: আবদ্ধ রবো না, শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক: তাহসান খান, গীতিকার: আর্তিক সজীব, লেবেল: জি সিরিজ), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (গান: চোখের ভেতর, শিল্পী: টিনা রাসেল, গীতিকার: জুলফিকার রাসেল, সুরকার ও সংগীত পরিচালনা: রেদওয়ান নবী পঞ্চম, লেবেল: জুটি প্রডাকশন্স), সেরা সুরকার: রাজন সাহা (গান: হৃদয় অনুরাগে, শিল্পী: শুভমিতা ব্যানার্জি, গীতিকার: মোহাম্মদ সাহিদুর রহমান, সুরকার ও সংগীত পরিচালক: রাজন সাহা, লেবেল: স্টুডিও জয়া), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (গান: লক ডাউন ঢাকা, শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার, লেবেল: বাপ্পা মজুমদার), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ): বদরুল হাসান খান ঝন্টু (গান: সাদা কাগজে, শিল্পী: বদরুল হাসান খান ঝন্টু, গীতিকার: মো. রাজিব হাসান, সুরকার ও সংগীত পরিচালক: মুনতাসির তুষার, লেবেল: সাদামাটা), সেরা সমালোচক পুরস্কার (নারী): আফরোজা মোমেন (গান: যদি সন্ধ্যা নামে, শিল্পী: আফরোজা মোমেন, গীতিকার ও সুরকার: শুভ্র, সংগীত পরিচালক: গৌতম সেন, লেবেল: পকেট মিডিয়া), সেরা প্রমিজিং শিল্পী: নাদিরা মুক্তা (গান: খুনসুটি মন, শিল্পী: নাদিরা মুক্তা, গীতিকার ও সুরকার: জীবন ওয়াসিফ, সংগীত পরিচালক: রেজওয়ান শেখ, লেবেল: সাদামাটা), বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী): তানজিনা রুমা (গান: আঁধার সরিয়ে, শিল্পী: তানজিনা রুমা, গীতিকার: কবির বকুল, সুরকার ও সংগীত পরিচালক: রাজা ক্যাশেফ, লেবেল: আরটিভি মিউজিক), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য (মরনোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক- দেবদাস)।
জানা যায়, করোনা সংক্রমণের কারণে গতবারের ধারাবাহিকতায় এবারও প্রথাগত ভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে। তবে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে বিএমজেএ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছর বিএমজেএ আজীবন সম্মাননা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:২৮
  • ৫:০২
  • ৭:০৫
  • ৮:২৭
  • ৫:৪৮