কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমে প্রভাব” শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষনা জোরদারকরন প্রথম সংশোধিত প্রকল্পে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা মো.আমিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, বৈজ্ঞানীক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকতা অভিজিৎ বসু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ন কবির, সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু প্রমূখ। বক্তারা নদীতে মাছ কমে যাওয়ার কারণ ও মাছ বৃদ্ধির লক্ষে করনীয় বিষয় তুলে ধরেন। এ প্রশিক্ষন কর্মশালায় কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী জেলেদের অংশগ্রহন করেন।
Leave a Reply