গতকাল গৌরীপুর সহনাটি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে ভুয়া স্লিপে চাল উত্তোলনের ঘটনায় অযথা ফেঁসে গেল বিল্লাল হুসেন।
“চক্রান্ত শিকার আমি , পরিষদ সামনে দোখান আমার । পরিষদ এর অনেক কাজ করতে হয়। সেইদিন আমার বাজার কমেটির নাইট গার্ড এর ডিউটি ছিল,রাতে পরিষদ এর লোখ এসে আমাকে একটা কাজ করে দিতে বলে।আমি না করি ,আমার ডিউটি ছলতাছে আমি পারবা এখন।সব দোখান পাট বন্ধ তখন। আমাকে দোখানের চাবি দিতে বলে সে নিজেই করবে। আমাকে দোখান খুলে দিতে হল।কারণ তারা পষিদের লোখ,না করা যাবে না। তারপর আমি আমার ডিউটিতে ছলে যাই। সে সারারাত কাজ করছে ।সে কি কাজ করছে করছে তা আমি জানি না।
আমরা বাজার কমেটির নাইট গার্ড ডিউতে ছিলাম ৯ জন,সারারাত ডিউটি করলাম। তাদের কাছে বা বাজার কমেটির সভাপতি ও সেক্রটারি কাজ তেকে আপনারা জানতে পারবেন এই কাজ কে করছে। ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার সময় তার কাছ তেকে চাবি নিয়ে বাড়ি ছলে যাই আমি,আমি বাজারে আসার পরে চেয়ারম্যান আমাকে ডাকে আমি সব সত্য বলছি। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করলো না। বাজার কমেটির সভাপতি ও সেক্রটারি বা ডিউটিরত ৯ লোখ যদি বলে আমি ডিউতে ছিলাম না বা ডিউটি রেখে দোখানে কাজ করছি।তাহলে আমাকে যা সাজা দিবে আমি তাই মেনে নিবো।
জনগন যেমন চাই এর বিচার হোক আমিও চাই।
আমার ভুল এটাই আমার দোখানে এই জগন্য কাজ হইছে।”
Leave a Reply