হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ই আগস্ট) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া ওই নারীর নাম শাহেরা খাতুন (৫০)। তিনি গোপালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। এর সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, রবিবার সকালে গ্রামবাসী ওই নারীর মরদেহ একটি ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তার গালে দাগ রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে দেয়।
Leave a Reply