স্টাফ রিপোর্টারঃ
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে জমিদার আমলের ঐতিহাসিক দ্বীপ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে রবিবার (২৯ আগস্ট) দুপুরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
এতে অংশগ্রহন করেন উপজেলা চেযারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, বর্মণ মৎস্য হ্যাচারীর মালিক যতীন্দ্র বর্মণ প্রমুখ।
Leave a Reply