আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে শিশু নির্মাতা ভৈরবের জোহরা রহমান তিতলীর ‘অপেক্ষা’। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক আয়োজিত এই উৎসব। পেশাদার চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নির্মাতাদের তৈরি প্রথম চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয় ‘ফার্স্টটাইম ফিল্মমেকার সেশন’ নামের এই আয়োজন।
বাবা অভিনেতা মতিউর রহমান সাগরের হাত ধরে অভিনয়ে আসা এই শিশুশিল্পী নিজেই অভিনয় করেছে ‘অপেক্ষা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে। ছবিটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও রচনা করেছে সে।
মতিউর রহমান সাগর ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বলেন, এটি খুবই গর্বের ও সম্মানের বিষয়। আমার মেয়ের নির্মিত প্রথম চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে স্থান পেয়েছে। সেই উৎসবে অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ মেইলে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি।
শিশু নির্মাতা জোহরা তিতলীর বয়স ১৫ বছর। সে ভৈরব উদয়ন স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তিতলী জানায়, করোনা পরিস্থিতিতে যখন শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল তখন সে এ চলচ্চিত্র নির্মাণ করে। গৃহবন্দি শিক্ষার্থীদের মানসিক চাপ ও মনের ব্যাকুলতাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে সে।
Leave a Reply