ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাসের শিশুসহ আরও তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলার ত্রিশাল, মুক্তাগাছা এবং গফরগাঁওয়ে এসব দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মুক্তাগছা থানার ওসি মাহমুদুল হাসান জানান বলেন, বুধবার সকাল ১০ টার দিকে ময়মনসিংহ জামালপুর মহাসড়কের পদুরবাড়ী এলাকায় জামালপুর গামী একটি ট্রাক চেচুয়া থেকে ছেড়ে একটি সিএনজিকে চাপা দিলে রিনা খাতুন (৫০) নামে একজস ঘটনাস্থলেই মারা যায়।
নিহত রিনা খাতুন উপজেলার ধানুকা গ্রামের সুরজ আলী স্ত্রী। আহত তিন যাত্রী আরিফুল আলম (৩২), আমির উদ্দিন (২৩) ও সিএনজি ড্রাইভার সজিব (১৭) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবেও জানান তিনি।
এদিকে, গফরগাঁও পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খুরশিদ মহল এলাকায় মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসী জোবায়ের ঢালী (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। সে গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের হুমায়ুন ঢালীর ছেলে।
অপরদিকে, ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজির শিমলা এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকে ঢাকা গামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিন্নাতুর নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ সময় নিহত শিশুর মাসহ আহত হয় অন্তত ৮ জন।
পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত অবস্থায় নিহত শিশুর মা অমি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত সিন্নাতুর সদর উপজেলার সুতিয়াখালী এলাকার রুবেল মিয়ার সন্তান।
Leave a Reply