ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবারিয়া উপজেলায় নকল ব্যান্ডরোলযুক্ত প্রায় দেড় লাখ মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ১৮টি মামলায় ৩০৫০০/- টাকা জরিমান করা হয়েছে। সকালে উপজেলার আছিম বাজার, পুটায়াদী চৌরাস্তা, খামখেলি বাজার, পলাশতলী, রাঘুনাথপুর বাজার, নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ।
তিনি বলেন, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৪০ হাজার মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করা হয়।
অপরদিকে ভালুকা থানার ওসির নির্দশনায় উপজেলার মল্লিক বাড়ি অটোস্টান্ড, মাছ বাজারে ১০ টি দোকানে মোহীনি বিড়ি ও নিউ লাকি বিড়ি, ও মিরাজ বিড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সাব ইন্সেপেক্টর আরিফ ও তার সংগীয় দল।
সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply