ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে মডেল থানা পুলিশ। নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করার সময় ১১টি দোকানে এবং ৩টি গোডাউনে অভিযান চালানে হয়।
অভিযান পরিচালনা করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) ওবায়দুর রহমান ও তার সংগীয় দল।
তিনি বলেন একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিল্লা বাজারে আইন সৃংক্ষলা বাহিনীর সহযোগীতায় ২৬ হাজার ৫০০ শলাকা আলম বিড়ি, সুবোধ বিড়ি, স্টার বিড়ি, ও নকল আকিজ বিড়ি জব্দ করা।
জব্দকৃত বিড়ি সিজার লিস্ট করে থানায় জমা রাখা হয়। কোর্টের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে ধ্বংস করা হবে বলেও জানান তিনি। পরে দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান তিনি।
সেখানে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে বিড়িতে নিজেদের মতো করে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা যুক্ত করে সেই বিড়ি বাজারজাত করা হত।
এ সময় পুলিশ দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান, উপজেলার সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। ময়মনসিংহের কোথাও এধরনের অবৈধ বিড়ি পাওয়া গেলে আইন শৃংখলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
ব্যবসায়ীদেরকে এধরনের অবৈধ বিড়ি বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply