ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সদরে আমিরুল ইসলাম (৩৮) নামে এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার আজমতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
রবিবার (১৭ জুলাই) সকালে সদরের রহমতপুরের আজমতপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (১৬ জুলাই) রাতে উপজেলার রহমতপুর এলাকার আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় নিহত আমিরুল মাদকসেবী ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় সময়ই রাতের বেলায় প্রতিবেশীর বাড়িঘরে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতেন। গত রাতেও তিনি একই কাজ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ ওই বাড়ির লোকজন আমিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে সকালে আমিরুলের মরদেহ স্থানীয় বাজারে একটি বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সবাই।
ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
Leave a Reply