ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম শামছুদ্দিনকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ঐতিহাসিক সরকারি নজরুল একাডেমির মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধরী নাদেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, মিস্টার রেমন্ড আরেং, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক সবুজসহ প্রমুখ ।
Leave a Reply