ময়মনসিংহের ত্রিশালে গত ২৩/০৭/২২ ও ২২/০৭/২২ তারিখ বিয়ে ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কয়েকটি দুর্ঘটনা ঘটে। জানা যায়,
উজান বৈলর তরফদার বাড়ির নবী তরফদারের বড় ছেলে মিল্লাত তরফদার ও তার স্ত্রী একই বাড়ির অর্ধেক সদস্যের বাড়ি ভাংচুর ও করে খুন করার হুমকি দেয় এবং রাত সাড়ে ১০ টায় একজনের ঔষধের ফার্মেসি ভাংচুর সহ দোকানের সামনে থাকা সকল লোকদের মারধর করে।
আরো জানা যায়,
গত চার বছর আগে মিল্লত তরফদার তার তিন ছেলের মধ্যে মেঝ ছেলে জিপু’কে বিয়ে করায়। বিয়ের ছয় মাসের মধ্যে বউকে খুব নির্মমভাবে মারধর করত। এলাকাতে ফিশারীতে দৌড়িয়ে বউকে মারধর করতো । এভাবে কিছুমাস পর ডিভোর্স হয়ে যায়।
এরপর থেকে বড় ছেলেকে আবার বিয়ে করাতে চেষ্টা চলছে। মেয়ে পক্ষ গোপনে ছেলে পক্ষের এলাকাতে এসে ছেলের পরিবার সম্পর্কে যাচাই বাছাই করতে এলে এলাকাবাসী পূর্বের সেই সমস্ত ঘটনা বলে দেয়। এই কারনে বিয়ে ভেঙ্গে যায়।
এ যাবত যত বিয়ে ভেঙ্গেছে ততবার কোন না কোন পরিবারকে এমন মারধর করেছে তরফদাররা।
এই মিল্লাত তরফদারের বাবা মা,সহ বাড়ির প্রায় ৯০ ভাগ লোক এই মহিলার মার খেয়েছে কোন না কোন দিন। এমনকি সেলিম প্রিন্সিপালের মায়ের উপরেও হাত তুলেছে ঐ মহিলা। কাল বিকালেও প্রিন্সিপাল বাড়ি এসেছিলেন তরফদার বাড়ির লোকেরা। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন মিমাংসা করতে।
তাদের নৃশংসতা দেখে মিমাংসা করতে সামনে যেতে পারেনি কেউ। পরে ভুক্তভোগীদের পিবিআই এ মামলা করতে বলেছে। সাবেক চেয়ারম্যান মুকুল সাহেবের সহায়তায় কাল থানায় গেলে থানার কর্তব্যরত অফিসার PBI বা RAB এর কাছে মামলা দিতে বলেন ।
এছাড়া গত বছর সেলিম প্রিন্সিপালের একটা ঘরে কিন্ডারগার্টেন স্কুল খোলা হয়েছিল । মিল্লাত আর তার বউ দা লাঠি নিয়ে ভয় দেখিয়ে বাচ্চাদের স্কুল থেকে বের করে দেয়।বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেড দেয়।
বৈলরের চেয়ারম্যান মেম্বার সহ গণ্যমান্য সকলেই গত তিনদিনের ঘটনা জানে। কেউই কিছু করতে পারছে না।
এতে প্রশাসনের সহযোগিতা চান ভুক্তভোগী মহল।ভিডিও —
Leave a Reply