জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা ছাড়বেন। প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন, সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন। লন্ডনে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দপ্তরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া-বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদর সঙ্গে বৈঠক করবেন। দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্ট্যামারের সঙ্গেও এদিন সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরদিন ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজার দেয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সংবর্ধনায় অংশ নেবেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য রাখবেন। প্রতিবারের মতো এবারো তিনি বাংলায় বক্তব্য দেবেন। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোচনায় করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বহুপাক্ষিকতাবাদ, টেকসই আবাসন, নিরাপদ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের বিষয়গুলো প্রাধান্য পাবে। বাংলাদেশ প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে নিজ দেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরবে বলে জানান মন্ত্রী।
২০ সেপ্টেম্বর হতে যাওয়া নারী নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের সভা হবে তার পরদিন এবং ওই গ্রুপে ছয়জন চ্যাম্পিয়নের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। এ সভায় বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি তার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। এ সময় সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে ৩ অক্টোবর লন্ডনে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরবেন আগামী ৪ অক্টোবর।
Leave a Reply