ফুটবল বিশ্বকাপ পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপে না থাকলেও উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে সমর্থনের কোনো কমতি রাখছেন না সমর্থকেরা। এই উন্মাদনার বাইরে নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল শেষে নিজের ফুটবল প্রীতির কথা জানিয়েছেন পাপন।
ব্যস্ততার ফাঁকেও কাতার বিশ্বকাপে ভালোভাবেই নজর রাখছেন পাপন। বিসিবি সভাপতির প্রিয় দল ব্রাজিল। কীভাবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির সমর্থক হয়েছেন, সে গল্প শুনিয়েছেন পাপন, ‘এবার একটা খেলাও মিস করিনি, আজকে (গতকাল) শুধু দেখতে পারিনি। আমি আসলে ছোটবেলা থেকে যে জিতত, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলত ‘‘ব্রাজিল, ব্রাজিল…. ।’’ তখন থেকে আমিও ব্রাজিল। এমন না যে, আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।’
ব্রাজিলের সমর্থক হলেও কাতার বিশ্বকাপে ফ্রান্সের খেলা মনে ধরেছে পাপনের। তাঁর কাছে, দুই ম্যাচের দুইটি জেতা ফ্রান্সকেই ফেবারিট মনে হচ্ছে, ‘এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখলাম, ফ্রান্সকে ফেবারিট মনে হয়েছে আমার। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন করবই। তবে ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে।’
Leave a Reply