লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে শামিম আখতার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। ভারতীয় ওই নাগরিক হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে একজন আসামীকে বিজিবির দইখাওয়া ক্যাম্পের সদস্যরা হাতীবান্ধা থানায় সপর্দ করেন বলে থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
আটক ভারতীয় নাগরিক শামিম আখতার (৪০) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তের মেইন পিলার ৯০৪ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় থেকে ভারতীয় নাগরিক শামিম আখতারকে আটক করে এ সময় তার কাছে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ বলেন, বিজিবি বিকেলের দিকে শামিম আকতার নামে এক আসামি থানায় জমা দিয়ে মামলা দায়ের করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই ভারতীয় নাগরিককে বিকেলে হাতীবান্ধা থানায় সপর্দ করা হয়েছে।
Leave a Reply