1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  3. hdtariful@gmail.com : Tariful Rumon : Tariful Rumon
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

ঘোড়াঘাটে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ শহিুল ইসলাম আকাশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩


ঘোড়াঘাট প্রতিনিধিঃ
উত্তর জনপরে শস্য ভান্ডার খ্যাত নিাজপুরের ঘোড়াঘাটে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অনুকুল আবহাওয়া ও পরিমিত বৃষ্টি ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকরে আগ্রহ সৃষ্টি হওয়ায় এবার ভুট্ট চাষ বেড়েছে। উপজেলার প্রধান ফসল ধান হলেও উৎপান খরচ কম হওয়ায় নি-নি বাড়ছে ভুট্টা চাষের প্রবণতা। এর আগের বছরগুলোতে ইরি-বোরো ধানের মৌসুমে চাষিরা ধানের ন্যায্য মূল্য না পাওয়া এবং কম খরচে বেশি লাভ হওয়ায় ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ েিয়ছেন কৃষকরা।এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশাবাী কৃষকরা। কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে উপজেলা কৃষি ্অফিস ও এলাকার ভুট্টা চাষীরা ধারণা করছেন।
এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছেন। ভুট্টা চাষে খরচ কম, ফলন ও াম বেশি পাওয়ায় কৃষকরে এ ফসল চাষের আগ্রহ বেশি খো েিয়ছে।
উপজেলা কৃষি অধিপ্তর সূত্রে জানা যায়, এবার ১টি পৌরসভা ও উপজেলার ৪টি ইউনিয়নে ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ ্অধিপ্তর সুত্র জানায়,প্রমে ২০ কেজি পটাস, ২৫ কেজি ফসফেট, ১০ কেজি জিপ সার, ১ কেজি বরন, ১ কেজি ানাার ও ১ কেজি সালফার মাটির সঙ্গে মিশিয়ে জমি তৈরি করে বিঘাপ্রতি ৩ কেজি ভুট্টার বীজ বোপন করতে হয়। ১ মাসের পর বিঘাপ্রতি ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ড্যাপ ও ২ কেজি থিওভিট ছিটিয়ে ক্ষেতে পানি সেচ েিত হয়। বীজ বপনের ৯০ েিনর মধ্যে ভুট্টা কাটা-মাড়াই করে থাকেন কৃষকরা।ভুট্টার বীজ বপন েেক কাটা-মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি খরচ হয় ১২ হাজার টাকা েেক ১৩ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘায় ৪০ েেক ৫০ মণ ভুট্টা উৎপান হয়। উপজেলার ভর্নাপাড়া গ্রামের কৃষক মাসু বলেন, নী ভাঙ্গনের ফলে আমারে গ্রামের ্অধিকাংশ পরিবারের জমিজমা নী গর্ভে বিলিন হয়ে যায়। কয়েক বছর পর চর জেগে ওঠার ফলে ওই জমিতে ভুট্ট্ চাষ করা হয়। এলাকার যে সব জমিতে পূর্বে বোরোচাষ করা হত, সে সব জমির অনেকগুলোতেই আমি এবার ভুট্টা চাষ করেছি। বোরো চাষে উৎপান খরচ অনেক বেশি। ধান কাটা মাড়াই শুরু হলে ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপান খরচই উঠে না। কিন্ত ভুট্টার উৎপান খরচ যেমন কম ামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে এবার মনোযোগ েিয়ছি। গতবার আমি ৪ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম, ামও ভালো পেয়েছি। তাই এ বছর আমি ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি ভাল ফলন পাবো।’ উপজেলার কৃঞ্চরামপুর গ্রামের মোঃ বাবলু বলেন, জমিজমা নী গর্ভে বিলিন হয়ে যায়। কয়েক বছর পর চর জেগে ওঠার ফলে ওই জমিতে আলু,পোটল,ইরি-বোরোসহ বিভিন্ন তরিতরকারির আবাকরা হয়।তবে আমারে এলাকা আলুচাষের জন্য ীর্ঘনি েেক বিখ্যাত। উপজেলার সিংহভাগ আলু আমারে এলাকায় উৎপন্ন হয়ে থাকে। আমরা আলুর মধ্যে ভুট্টা চাষ করি। আলু উত্তোলনের পর ভুট্টার পরিচর্যা করা হয়। আলুতে সার প্রয়োগের ফলে ভুট্টা চাষে সার কম লাগে। কম সেচ েিলও চলে। মৌসুমের শেষ েিক আলুরাম বাড়লেও এর মুনাফা কৃষকরা পায়নি। মুনাফা পেয়েছে মধ্য সত্ত¡ভোগী মজুদাররা। তাই এবার আলুর জমি ছাড়াও ্অন্যান্য জমিতেও ভুট্টা চাষ করছি। আশা করি ফলনও ভাল হবে। তবে ন্যায্যাম পেলে লাভবান হওয়া যাবে। উপজেলা কৃষি অধিপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোমলে হোসেন ও মোঃ সাখাওয়াত হোসেন জানান, এবার গত বছরের তুলনায় আমারে এলাকায় ভুট্টার আবা অনেক বেশি হয়েছে। আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে। এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথা যথভাবে উৎপান করতে পারে । স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপান করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকরে নিকট গিয়ে পরামর্শ প্রান করছি। বিভিন্ন রোগবালাই েেক ভুট্টাকে মুক্ত রাখতেও পরিমিত পরিমাণ ঔষধ প্রয়োগের পরামর্শ েিয় থাকি। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবি মোঃ এখলাস হোসেন সরকার বলেন,চলতি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আমরা সরকারিভাবে ক্ষ্রু ও প্রান্তিক চাষিরে ভুট্টা বীজ,ড্যাব সার এবং এমপিও সার বিতরণ করেছি । সব ধরনের ফসল উৎপানে আমরা কৃষকরে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। যাতে করে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ, সার ও তেলের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। এবার ভুট্টা ভালো হয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
মোঃ শহিুল ইসলাম আকাশ ঘোড়াঘাট(সিাজপুর)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:২৮
  • ৫:০৩
  • ৭:১০
  • ৮:৩৩
  • ৫:৪৩