বগুড়া শেরপুরে বাসে তল্লাশি করে দুজন যাত্রীর ব্যাগ থেকে মানুষের ৫টি মাথার খুলিসহ ৪৩০টি ছোট-বড় হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর অংশের ঘোগা সেতুর দক্ষিণ পাশে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে এসব জব্দ করা হয়। এ সময় ওই দুই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের রাশেদ খান (২৪) ও একই উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের বেল্লাল হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর দুই তরুণ পুলিশকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে অপরিচিত দুই যুবক এসব হাড়গোড় শেরপুরের ঢাকা বাসস্ট্যান্ডে পৌঁছে দেন। এরপর তারা হাড়গোড়গুলো পাঁচটি ব্যাগে বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মূলত তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মানুষের কঙ্কাল ও হাড়গোড় সংগ্রহ করে ঢাকায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে থাকেন। তাদের যারা হাড়গোড় সরবরাহ করেন, তারা বিভিন্ন এলাকার কবরস্থান থেকে গোপনে মৃত মানুষের কঙ্কাল চুরি করেন।
শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার দুই তরুণ স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কঙ্কাল, খুলি ও হাড়গোড় বেচাকেনার সঙ্গে জড়িত। একেকটি কঙ্কাল তারা ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করে থাকেন।
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, কঙ্কাল চুরি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে গ্রেফতার দুই তরুণের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply