ভালুকায় এক মাদ্রাসা ছাত্রকে বেধড়কভাবে পিটিয়ে জখম করেছেন ওই মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র সোহেল। পূর্ব শত্রুতার জেরে ওই মাদ্রাসার সভাপতির ছেলে মোঃ আসিফ সরকার (১৬) নামে ওই ছাত্রকে বেধড়কভাবে পেটায় একই শ্রেণীর মোঃ সোহেল । ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মঙ্গবার (১৬ মে) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী মরচী গ্রামের নারাঙ্গী মরচী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন আহত আসিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ সূত্রে জানাযায়, ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামের মোঃ আনিসুর রহমানের ছেলে একই ৯ম শ্রেণীর ছাত্র সোহেল।
প্রতিষ্ঠানটির সভাপতি পদ নিয়ে পূর্বে বিরুদ্ধ চলে আসছিল এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। তারই জের ধরে এবং সাবেক সভাপতি আবুল খায়ের এর উষ্কানিতে আনিসুর রহমানের ছেলে সোহেল এ ঘটনাটি ঘটায়।
ভুক্তভোগী আসিফ জানান, আমি টয়লেটে গিয়ে দেখি সোহেল সিগারেট খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুই এখানে সিগারেট পান করছিস কেন, আমি স্যার এর কাছে বলে দিব’। এ কথা বলার সাথে সাথে সোহেল বলে তুই সভাপতির ছেলে হয়েছিস বলে কি হয়েছে এটা কি তর বাবার মাদ্রাসা আমি যা ইচ্ছা করবো তাতে তর কি আমি রেগে যাই এবং স্যার এর কাছে বলার জন্য যাচ্ছিলাম সোহেল আমার পিছন থেকে এসে গলায় চাপ দিয়ে ধরে এবং আমার মাথা ওয়ালের সাথে লাগিয়ে দেবার পর আমি কিছু বলতে পারি না।
মাদ্রাসার শিক্ষক মোঃ মোস্তফা বলেন সোহেল সকাল ১১ টার সময় তার বাবার সমস্যার কথা বলে আমার কাছ থেকে ছুটি নেয় ছাত্র ছাত্রীরা আমাকে বলে আসিফ অজ্ঞান হয়ে পরে আছে আমি ঘটনা স্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পাই এবং ছাত্র ছাত্রীর কাছ থেকে শুনি সোহেলের সাথে মারামারি করেছে আসিফ।
উক্ত মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র স্বাধীন বলেন, আমি টয়লেটে চিৎকার শব্দ শুনে এগিয়ে যসোহেল আসিফের গলায় দরে ওয়ালের সাথে চাব দিয়ে রাখছে আমি ফিরানোর চেষ্ঠা করি ও সাব্বির কে ডাক দেই।
উক্ত ঘটনা নিয়ে ভুক্তভোগীর পিতা অত্র মাদ্রাসার সভাপতি মোঃ রতন সরকার বাদী হয়ে ৪ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিষয়ে মডেল থানার এস আই রুবেল সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবইল ফোন টি বন্ধ দেখায়।
Leave a Reply