আগামী ১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেজন্য শনিবার দুই ধাপে ঢাকায় পা রাখে হাসমতউল্লাহ শাহিদীরা। দীর্ঘ ক্লান্তি শেষে প্রথম দিনেই অনুশীলন নামেনি তারা। একদিন বিরতি দিয়ে রোববার দেড়টায় শের-ই বাংলা স্টেডিয়ামে পৌঁছায় তারা। এরপর দুপুর দুইটায় অনুশীলনে নেমে পড়ে আফগানিস্তান দল।
শুরুতেই তারা ওয়ার্ম-আপ শুরু করেন, একইসঙ্গে স্কিল ট্রেনিংও সময় দেন কিছুক্ষণ। পরবর্তীতে ভাগ হয়ে কেউ ব্যাটিং, আবার কেউ বোলিং অনুশীলনে যোগ দেন। এদিন ব্যাটার রহমত শাহসহ ব্যাটাররা নেটে ব্যাটিং প্রাকটিস করেছেন। এরপর আফগান ক্রিকেটাররা ছুটে যান মিরপুরের একাডেমী মাঠে। দিনের বাকি সময়েও পুরোদমে সিরিজের প্রস্তুতি চলছে আফগানিস্তানের।
চোটের কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই টেস্ট খেলতে এসেছে আফগানরা। এর আগে শ্রীলঙ্কা সফরেও দলে ছিলেন না তিনি। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো তারকা স্পিনারও। একেবারে তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশের এসেছে আফগানরা।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।
Leave a Reply