লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে দুর্বত্তরা রাতের আঁধারে একটি কালী মন্দিরের প্রতিমা ভাংচুর এবং মন্দিরের মুল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাদলের ব্রিজ সংলগ্ন রতিপুর পশ্চিমপাড়া শ্রী শ্রী কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
বুধবার ( ১২ জুলাই) সকালে মন্দিরের পুজারী মহাদেব চন্দ্র বর্ম্মণ মন্দিরে পূজা করতে আসলে তিনি এই ঘটনা দেখতে পান। পরে মন্দিরের সভাপতি প্রসাদ চন্দ্র রায় ভবেশ ও সেক্রেটারি দীলিপ কুমার দাসকে বিষয়টি অবহিত করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান দুলাল বলেন, রাতের আধাঁরে কে বা কারা উক্ত ঘটনা ঘটিয়েছে কেউ বলতে পারছেনা। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা।
কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও লুটপাটের সংবাদ ছড়িয়ে পড়লে জেলা জুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে গোকুন্ডা ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন মন্দিরে ছুটে গিয়ে খোজঁখবর নেন। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
মন্দিরের সভাপতি প্রসাদ চন্দ্র রায় ভবেশ বলেন, এটি চুরি নাকি অন্য কোন ঘটনা আমরা জানি না। তবে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে মুল রহস্য উদঘাটন করবে।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি একটি চুরির ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। তারপরেও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply