বিশ্ব একাদশ গড়ার দায়িত্ব পেয়ে বিধ্বংসী দুই ওপেনারকে বেছে নিলেন লিটন কুমার দাস। শুরুতে নাম নিলেন বীরেন্দ্র শেবাগ ও সনাথ জয়সুরিয়ার। তিন ও চার নম্বরের জন্য লিটন বেছে নিয়েছেন বিশ্বের সর্বোচ্চ ও তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংকে।
বৃহস্পতিবার একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে গিয়ে বিশ্ব একাদশ বাছাই করার দায়িত্ব পড়লে তাদের বেছে নেন লিটন। তাকে অবশ্য দল বাছাই করার ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছিল। নিজে থাকবেন দলটির অধিনায়ক। তিনি যেহেতু উইকেটরক্ষক তাই অতিরিক্ত কোন উইকেটরক্ষক রাখেননি তার একাদশে।
লিটন তার একাদশে রেখেছেন সাকিব আল হাসানকে। স্পিন বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। শুরুতে অবশ্য সাকিবকে রাখেননি তিনি। সাকিবের বিষয়ে প্রশ্ন আসলে বলেন, ‘সাকিব ভাই থাকতে পারেন।’
পেস আক্রমণে তার বেছে নেওয়া একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার ও সুইং অব সুলতান ওয়াসিম আকরাম। এছাড়া রেখেছেন চামিন্দা ভাসকে। সব মিলিয়ে লিটনের বেছে নেওয়া একাদশে এশিয়ার বাইরের ক্রিকেটার কেবল দু’জন।
লিটনের বিশ্ব একাদশ: বীরেন্দ্র শেবাগ, সনাথ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, চামিন্দা ভাজ।
Leave a Reply