স্থানীয় এলাকাবাসী ও ‘নারী ও সমাজ’ নামক একটি এনজিও’র (নাম না প্রকাশ সূত্রে) এক প্রতিনিধির নিকট হতে জানা যায় যে, সরকারী দল তথা আওয়ামী লীগের সমর্থক ও নেতাদের নির্দেশে একদল বিশ্বস্ত মৌলবাদীদেরকে উল্লেখিত এনজিও’র কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় গত ১০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে শ্যামলী আক্তার নামক এক কর্মীকে তার পরিচালিত কর্মকান্ডকে বন্ধ করার জন্য হুমকি দেয় হচ্ছে। সূত্রে জানা যায় যে, উক্ত কর্মী নারীদেরকে ক্ষমতায়ন অবদান রেখে তাদেরকে ইসলাম বিদ্বেষী ও পরিপন্থী কর্মকান্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করছেন বলে মৌলবাদীরা অভিযোগ করে, যা কি না সমাজের জন্য ক্ষতিকর।
বিশেষ অনু:সন্ধানে জানা যায় যে, উক্ত এনজিও কর্মীর স্বামী জনাব জসিম উদ্দিন, যিনি একজন এলডিপি’র লক্ষীপুর জেলার সক্রিয় কর্মী। তার সাথে স্থানীয় সরকার সমর্থিত নেতা কর্মীর বিরোধের জেরে এসব মৌলবাদীদেরকে তার স্ত্রীর বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসীরা মনে করেন। রাজনৈতিক দলীয় ক্ষীণ স্বার্থে মৌলবাদীদের এহেন ব্যবহার কি আওয়ামী মৌলবাদের উত্থান নয়? এ প্রশ্ন এখন ঘুরে ফিরে সকলের মুখেই উচ্চারিত হচ্ছে। সুনামগঞ্জ থানা সূত্রে জানা যায় যে. এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হলেও তার তদন্ত এখনও শেষ হয়নি বলে জানা যায়।
Leave a Reply