মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (১২ই মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারাদেশের মতো বাউফলেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে আনন্দে ভাসছে কৃতকার্য শিক্ষার্থীরা। কিন্তু পটুয়াখালীর বাউফলের তিন-তিনটি প্রতিষ্ঠানে কেউই পাস করেনি। হতাশ উপজেলার শিক্ষানুরাগি মহল। প্রশ্ন উঠেছে তাহলে কি শিক্ষানগরী হিসেবে খ্যাত বাউফল উপজেলায় নিম্নমূখি শিক্ষা চলছে? স্থানীয় যথাযথ কর্তৃপক্ষই বা কি করে? কেন দেখভাল করছে না শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর এসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরই বা কাজ কি?
Leave a Reply