:-পানিতে ডুবে মরল দুই বোন, এলাকায় শোকের ছায়া
চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম (৭) ও ঋতু খানম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাঁখারিয়া গ্রামের মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।মৃত তাবাসসুম শাঁখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী। মৃত ঋতু খানম আশরাফুল ইসলামের ছোট ভাই রাজু আহম্মেদের মেয়ে ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানায়, তাবাসসুম ও ঋতু খানম শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশে নিজাম উদ্দিন খাঁর পুকুরের কাছে যায়। এ সময় পুকুরের পাড়ে ভেসে থাকা একটি মাছ আনতে যায় তারা। অসাবধানতাবশত পা ফসকে তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে নিজাম উদ্দিন খাঁর পুকুরের পাড়ে ওই দুই শিশুর জুতা পাওয়া যায়। পরে পুকুরের পানিতে নেমে তাদের দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জীবননগর থানার ওসি এস এম, জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply