1. iamparves@gmail.com : admin :
  2. janathatv19@gmail.com : Shohag Khan : Shohag Khan
  3. hdtariful@gmail.com : Tariful Rumon : Tariful Rumon
বুধবার, ২১ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় মাতব্বর খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ২

মো: এ কে নোমান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল-ভবানীপুর গ্রাম্য সালিশে মারধর ও জরিমানার ক্ষোভ থেকে খুন করা হয় গ্রাম্য মাতবর নাজিম উদ্দিন ফকিরকে (৬০)। এ ঘটনায় প্রধান আসামি সোজ্জাত ও মেহেদী নামে দুই যুবককে গ্রেফতারসহ হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।

বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।এর আগে সোমবার (১০ জুন) রাতে বিল-ভবানীপুর নিজ বাড়ির সামনে ছুরিকাঘাত করলে মারা যায় নাজিম উদ্দিন।

গ্রেফতার আসামিরা হলেন— সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সুজাত আলী (৩২) এবং রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৮) ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে বিলভবানীপুর শুকুরের মোড় হতে নাজিম উদ্দিন ফকির মোটরসাইকেল নিয়ে বিলভবানীপুর মৎসজীবী পাড়ায় একলাস নামে এক ব্যক্তির বাড়িতে স্থানীয় শালিশ দরবার করার জন্য যান। শালিশ দরবার শেষে ফেরার সময় ১১টা ৪০মিনিটের দিকে বাড়ির প্রবেশ পথে আসামিরা ওঁৎ পেতে থাকে।

এসময় তারা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে নাজিম উদ্দিন ফকিরেকে গুরুতর জখম করে। এসময় ভিকটিমের চিৎকার ও গোঙানোর শব্দ শুনে বাড়ির ভেতর থেকে তার ছেলে, স্ত্রীসহ আত্মীয় স্বজন বের হয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে তাকে চিকিৎসার জন্য ভ্যানযোগে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রায় তিন বছর আগে স্থানীয় এক নাপিতকে মারধরের ঘটনায় সালিশ বৈঠকে গ্রেফতার সুজাতকে ৩০ হাজার টাকা জরিমানা ও মারধর করে নাজিম মাতবর। এছাড়া তিনি মাঝে মধ্যেই সুজাতকে হুমকি দিতেন। সেই ক্ষোভ থেকেই সোমবার রাতে সহযোগী মেহেদীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে নাজিমকে বাড়ির সামনে ধারালো ছুরি ও হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর পুলিশ অভিযান শুরু করলে মঙ্গলবার সন্ধ্যায় শহরের দপ্তরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশি ছুরি, হাতুরি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের পর অভিযুক্তরা হত্যা করার বিষয়টি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন, নাজিম উদ্দিনকে খুন করবে বলে এখনো বিয়ে করেনি অভিযুক্ত সুজাত।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:২৮
  • ৫:০৩
  • ৭:১০
  • ৮:৩৩
  • ৫:৪৩