যুব সমাজকে মাদকের ভয়ালো থাবা ও মোবাইল গেমস আসক্ত থেকে ফেরাতে সালথা থানা, ফরিদপুর Saltha Police Station, Faridpur এসআই নাজমুল আলমের ব্যতিক্রমী উদ্যোগ। তিনি আজ তার নিজ অর্থায়নে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবলসহখেলাধুলার সামগ্রী বিতরণ করেন যুবকদের মাঝে।তার খেলাধুলার সামগ্রী বিতরণ পর্যায়ক্রমে তিনি সালথা উপজেলার বিভিন্ন খেলার মাঠে এই উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন। এবং বলেন সমাজের অনৈতিক কর্মকান্ড তথা মাদক ভয়াবহ মোবাইল গেমসের আসক্ত এবং কিশোর গং দের অনৈতিক পথ থেকে বের হয়ে সুস্ঠু, সুন্দর জীবনে ফিরে আসতে তার ভিন্ন ধরনের উদ্যােগ। এতে সুশীল সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply