অ্যান্টিগায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিন আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ওভারে ৮উইকেটে ১৩৫রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে রস্টন চেজ সর্বোচ্চ ৫২রান করেন। দক্ষিন আফ্রিকার পক্ষে ৪ওভারে মাত্র ২৭রান খরচায় ৩উইকেট শিকার করেন তাবরাইজ শামসি।
দক্ষিন আফ্রিকা ব্যাট করতে নামলে ২য় ওভারেই বৃষ্টির হানা, বৃষ্টির কারণে ম্যাচ অনেক্ষন বন্ধ থাকলে ওভার কমিয়ে ১৭ওভারে আনা হয় ম্যাচ। ১৭ওভারে প্রোটিয়াদের লক্ষ দাঁড়ায় ১২৩রান। ১৬ওভার ১বলে ১২৪রান করে ম্যাচ জিতে দক্ষিন আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে ট্রিস্টিয়ান স্টাবস ২৯ আর হেনরিখ ক্লাসেন ২২রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাত্র ১২রান দিয়ে ৩উইকেট নেন রস্টন চেজ। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিন আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন ৩উইকেট নেওয়া তাবরাইজ শামসি
Leave a Reply