আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের আগমনটা বেশি দিনের নয়। স্বল্প সময়ের মধ্যে খেলে ফেললেন নিজের প্রথম বিশ্বকাপটাও। আর বিশ্ব আসরে সুযোগ পেয়ে লাল সবুজে জার্সিতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিলেন এই লেগ স্পিনার। অনন্য এক রেকর্ডে পেছনে ফেলে দিলেন নয় আসরের সবগুলো খেলা সাকিব আল হাসানকেও!
বিশ্বকাপে রিশাদের গল্পটা অন্যরকম। বিশ্বমঞ্চে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার আগে কখনোই খেলেনি বাংলাদেশের হয়ে। এবার রিশাদ খেললেন, দিলেন নিজের সর্বোচ্চটা; গড়লেন অনন্য এক রেকর্ড। ২১ বছর বয়সী লেগ স্পিনার এতটাই দুর্দান্ত পারফর্ম করলেন যে, ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে!
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নিজের ঝুলিতে পুরে নিলেন ১৪ টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট এটিই।
Leave a Reply