স্পোর্টস প্রতিবেদক: সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ।ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছেড়ে এবার ক্রিকেটারদের দেশে আসার পালা। ক্রিকেটাররা দেশে এসে হয়তো ভুলে যাবেন ব্যর্থতা ভরা টি২০ বিশ্বকাপের নতুন করে জেগে উঠা স্বপ্নকে আত্নহুতি দেওয়া স্মৃতিগুলো। দলের সঙ্গে থাকা কোচিং স্টাফরাও ছুটি নিয়ে ফিরে যাবেন নিজ নিজ দেশে। ক্রিকেট বোর্ডে থাকা কর্মকর্তারা হয়তো আবারও স্বপ্ন দেখাবেন আগামীর। সমর্থকরাও ব্যস্ত হয়ে পড়বেন নিজেদের কাজে।এভাবেইতো চলছে দেশের ক্রিকেট। হেরে যাওয়া একটি টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে আগামীতে ঘুরে দাঁড়ানোর গল্প শুনতে শুনতে সমর্থকরা আজ ক্লান্ত। তবুও ঘুরে দাঁড়ানো হয়না টাইগারদের।
অতীতের টি-২০ বিশ্বকাপে মোট ৮ আসর মিলিয়ে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছিলো বাংলাদেশ। সেখানে চলতি বিশ্বকাপের প্রথম চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠে লাল সবুজ প্রতিনিধিরা।যদিও সুপার এইটে জয় শূণ্য থাকতে হয় সাকিব-লিটনদের। সেমিফাইনাল খেলার জোর সম্ভাবনা থাকলেও দলীয় ব্যর্থতায় শেষ আটে টুর্নামেন্ট শেষ করতে হয় টাইগারদের। চলুন দেখে নেওয়া যাক যে ৩ কারণে সুপার এইটে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
1. ব্যাটারদের স্লো স্ট্রাইকরেটঃ পুরো টুর্নামেন্ট জুড়েই বাজ়ে ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে দলের টপ অর্ডাররা। টাইগার ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস দুজনে টুর্নামেন্ট শেষ করেছেন ৯৬,ও ৯৩ স্ট্রাইকরেটের ব্যাটিং দিয়ে। দলের কাপ্তান নাজমুল শান্ত ব্যাট করেছেন ৯৫ স্ট্রাইকরেটে । ফিনিশারের দায়িত্বে থাকা মাহমুদুল্লাহর অবস্থা আরও শোচনীয়, তিনি ব্যাট করেছেন ৯৪ স্ট্রাইকরেটে। বাকি ব্যাটারাও ব্যর্থ হয়েছেন ধারাবাহিক ভাবে।
2. অধিনায়ক ও কোচের বাজে সিদ্ধান্তঃ সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর ঘুরে দাঁড়ানোর মঞ্চো ছিলো ভারতের ম্যাচটি। সেখানেই ভুল করেছে টাইগার কাপ্তান নাজমুল শান্ত ও দলের কোচ চন্ডিকা হাথুরেসিংহে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটি ভারতের বিপক্ষে ম্যাচ হারার একমাত্র কারণ। যে সিদ্ধান্তটি নিয়েছিলেন কোচ এবং ক্যাপ্টেন।
3. পিচ না বুঝে একাদশ নির্বাচনঃ পিচ না বুঝে একাদশ নির্বাচন বাংলাদেশের পুরোনো অভ্যাস। যেমন সুপার এইটে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রয়োজন ছিলো দলের সেরা পেসার শরিফুলকে একাদশে যুক্ত করার। কিন্তু গ্রুপ পর্বের স্লো পিচে তিন জয় ফেইক আত্মবিশ্বাস দিয়েছিলো বাংলাদেশকে। তাই উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চায়নি কোচ এবং দলের ক্যাপ্টেন। যার জন্য সুপার এইটে শরিফুলকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। যার ফলাফল তিনটি ম্যাচেই হার দেখতে হয় সমর্থকদের
Leave a Reply