ফাইনালে উঠার মিশনে রাত সাড়ে ৮ টায় ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি হবে গায়ানার জর্জটাউন স্টেডিয়ামে। এর আগে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাউথ আফ্রিকা।
আগামী ২৯শে জুন রাত সাড়ে আটটায় বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে আজকের ম্যাচের বিজয়ী দল।
সম্পাদকীয় কার্যালয় - ঢাকা অফিস : নতুন বাজার, ভাটারা, গুলশান-২, ঢাকা-১২১২।
ইতালি অফিস: Milano Cadorna, Piazzale Cadorna, Milan, Metropolitan City of Milan, Italy.
Leave a Reply