সিরাজগঞ্জ সদরে আন্দোলনের সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তথ্যসুত্রে জানা যায়, মামলায় পুলিশের কাজে বাঁধা, পুলিশের হামলা, মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেছেন- আমরা আনন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ সেটা ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং অনেক শিক্ষার্থী আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ জুলাই) সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করার সময় কোটা সংস্কার আন্দোলনকারীরা কয়েক দফা হামলা চালিয়ে ৪ পুলিশ কর্মকর্তাকে আহত করে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে আটক ৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি জানান। এছাড়া বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply