বিগত ২০শে এপ্রিল, ২০২২ তারিখ সন্ধা আনুমানিক সাড়ে ৫টায় বড়াইগ্রাম উপজেলার মাঝগাও ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনার সময় এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আহসান উল্লাহ ও তার সমর্থকেরা লিফলেট বিতরন করলে, স্থানীয় সংসদ সদস্য জনাব আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ার হোসেন ও তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, কোন প্রকার উষ্কানি ছাড়াই আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন এবং তার সহযোগীরা ব্যানার এবং লিফলেট ছিনিয়ে নিতে শুরু করে। একপর্যায়ে তারা লিফলেট ও ব্যানার ছিড়ে ফেলে এবং সভাস্থলের চেয়ার টেবিল ভাংচুর করে।
এ ব্যাপারে আহসান উল্লাহ বলেন, আমাদের প্রচারনা ছিল শান্তিপূর্ণ। কিন্তু আনোয়ার তার রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য যে, এই মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ার এর কাজিন এবং সংসদ সদস্যের ভাতিজা আব্দুল্লাহ আল আজাদ আওয়ামী লীগ এর প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
নির্বাচনের আগে এ ধরণের ঘটনাতে এলাকাতে ব্যাপক আলোচনা এবং সমালোচনার তৈরি হয়েছে। এ ঘটনার একটি জিডি হয়েছে বলে জানান, ভুক্তভুগী মো: আহসান উল্লাহ। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে জিডির সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি আনোয়ার হোসেন।
Leave a Reply