ছাত্র ও জনতার বিপ্লবের তোড়ে গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হলে তার শাসনামলে আনীত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্থার সাথে নিয়োজিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে মর্মে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উল্লেখ করলেও যাত্রাবাড়ী এলাকার বিশিষ্ট এনজিও কর্মী, ইভানা শারমিন যিনি নারী উন্নয়ন সমিতি’র সেক্রেটারী হিসেবে নিয়োজিত ছিলেন, তার ও তার স্বামী, হাসান রহমান (৪৪) এর বিরুদ্ধে পল্টন থানায় সে সময়ের আওয়ামী যুবলীগের নেতা, জাভেদ হোসেন ও সম্রাট শেন কর্তৃক ১৫ এপ্রিল ২০২৪ তারিখে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার হবে কি? জীবনের নিরাপত্তার অভাবে ইভানা শারমিন ও তার পরিবার ২০২৩ সালের শেষের দিকে দেশ ত্যাগ করলেও আওয়ামী গুন্ডারা তাদের পিছু ছাড়েনি।
অসুন্ধানে জানা যায় যে, চাঁদাবাজী ও পরিবারের সদস্যদের অপহরণের শিকার হয়ে এখনও তার পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তার অভাবে আশংকার মধ্য দিয়ে দিন পার করছেন। ইভানা ও তার সংগঠনের কার্যক্রম মাজার তথা, ধর্মীয় ভাব ধারার পরিপন্থী বিবেচনা করায় তার ও পরিবারের সদস্যদের উপর মৌলবাদীদের হুমকি এখনও বিদ্যমান আছে বলে এলাকাবাসীরা মনে করেন। উক্ত মামলার ব্যাপারে পল্টন থানায় যোগাযোগ করা হলে জানা যায় যে, মামলার কার্যক্রম এখনও অব্যাহত আছে। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে গ্রেফতারী পরোয়ানা জারী করা হতে পারে।
Leave a Reply