বিয়ানীবাজারে গতকাল স্থানীয় এক এলডিপি নেতার ওপর হামলা হয়েছে। তার বাম হাতে ও মাথায় জখম অবস্থায় তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হামলায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হতভাগ্য ব্যক্তি জনাব বাবুল হোসেন, একজন স্থানীয় ব্যবসায়ী। কিন্তু তিনি তার সামাজিক কাজের জন্য বেশী পরিচিত। জানা গেছে, জনাব হোসেন তার একটি ফার্ম বন্ধ করে রাত ১১টার দিকে বের হয়ে আসেন। ঐ সময়ে মুখোশ পড়া কয়েকজন গুন্ডা তার জন্য অপেক্ষা করছিল। একটি সুবিধাজনক জায়গায় যেখানে আলো অপর্যাপ্ত ছিল, সেখানে তারা তাকে আক্রমন করে। গুন্ডারা তার হাত ও মাথায় আঘাত করে। রক্তাক্ত হোসেনকে পথচারীরা দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে আক্রমন করার সময়, গুন্ডারা ক্ষিপ্ত হয়ে চিৎকার করছিল যে, কেন সে তার দল এলডিপিকে ফেলে দিয়ে তাদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিতে অস্বীকার করছে।
খোঁজ নিয়ে জানা যায়, এলডিপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানাব বাবুল হোসেনকে তাদের দলে তালিকাভুক্ত করতে চেয়েছিলেন। কারণ, তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা হোসেনের সামাজিক কাজ থেকে তৈরী হয়েছে। পরে জনাব বাবুল হোসেন নীতির কারনে এলডিপিতে যোগদান করেন, যা স্থানীয় ক্ষমতাসীন দলকে তার প্রতি প্রতিহিংসাপরায়ণ করে তোলে। এলডিপিতে জনাব হোসেনের যোগদান এলাকায় চাঞ্চল্যকর দৃষ্টি আকর্ষণ এবং এলডিপির জনপ্রিয়তা অর্জন করে। এর জের ধরেই ক্ষমতাসীন দলের নেতারা তার ওপর নির্লজ্জ হামলা চালিয়েছে, তা স্পষ্ট। তার ওপর হামলার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং তার দ্রæত আরোগ্য কামনা করেছেন। দুর্ভাগ্যবশত, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের অধীনে এরকম অন্যায় একটি স্বাভাবিক চিত্র।
Leave a Reply