শেয়ারবাজার কেলেঙ্কারির শিকার বিনিয়োগকারীদের সহায়তার দাবী ও পুঁজিবাজার মাফিয়া চক্রের কারসাজির প্রতিবাদে বিয়ানীবাজারে বাংলাদেশ স্টক মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিয়ানীবাজার প্রেস ক্লাবে আয়োজিত এই সম্মেলনে পুঁজিবাজারে মাফিয়া চক্রের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয় এবং শেয়ার কেলেঙ্কারির জন্য ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তোলা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্টক মার্কেট ইনভেস্টরস এ্যাসোসিয়েশন, বিয়ানীবাজার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রিপন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যাবসায়ী সালমান এফ রহমান, এস আলম এবং লোটাস কামালের মতো মাফিয়া নেতাদের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, এই প্রভাবশালী নেতারা পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করে অবৈধভাবে অর্থ উপার্জন করছেন এবং বিনিয়োগকারীদের প্রতারিত করছেন।
এ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা অভিযোগ করেন, মাফিয়া চক্রটি যৌথ মূলধন কোম্পানি ও সংস্থাগুলোর রেজিস্ট্রেশন অফিস থেকে ভুয়া কোম্পানি তৈরি করে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করছে।
বক্তারা আরও বলেন, এসব প্রভাবশালী ব্যক্তিরা অর্থপাচারের সঙ্গে জড়িত এবং সিঙ্গাপুর, দুবাই, লন্ডনসহ বিভিন্ন বড় শহরে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলার জন্য অর্থ পাচার করছেন।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিয়ানীবাজারের বিনিয়োগকারীরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পুঁজিবাজার মাফিয়াদের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানায়। বক্তারা জানান, এই আন্দোলনের অংশ হিসেবে পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে, যার মাধ্যমে পুঁজিবাজারের এই দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীকে বিচারের আওতায় আনা হবে।
Leave a Reply