ময়মনসিংহে এসিআই মটরসের সোনালীকা ডে ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর ঝাউগড়ায় এ সোনালীকা ডে’র আয়োজন করা হয়। এ উপলক্ষে সেখানে ফ্রি মেডিকেল টিম, বিনামূল্যে চাষিদের ট্রাক্টর সার্ভিসিং করা, ডিসকাউন্টে ট্রাক্টও বিক্রি, চাষিদের অংশ গ্রহনে খেলাধূলা অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজনেস ম্যানেজার মোনায়েম শাহরিয়ার, সিনিয়র আরএসএম বিধান চন্দ্র দাস, প্রোডাক্ট ম্যানেজার কামরুল ইসলাম, ট্যারিটরি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, জিএম আব্দুল্লাহ আল মামুন, মার্কেটিং অফিসার মেহেদি হাসান প্রমুখ। এসিআইয়ের প্রোডাক্টের মান আরো গুণগত উন্নয়নের লক্ষে মাঠ পর্যায়ের কৃষকদেও পরামর্শ গ্রহন করা হয়। এসময় প্রদর্শনিতে সুপ্রিম সিরিজ, টাইগার সিরিজ ও এসিআই মটর্সের ট্রাক প্রদর্শনীতে রাখা হয়। প্রদর্শিত পন্যের যেকোন একটি আইটেম ক্রয়ের জন্য ১৫ হাজার টাকা নগদ বুকিং দিলেই চাষিদের জন্য ১২ হাজার টাকা ডিসকাউন্ট দেয়া হচ্ছে।
Leave a Reply