ভালুকা উপজেলার ২ং মেদুয়ারী ইউনিয়নের যুব সমাজের ভালবাসার পাএ হয়ে উঠেছেন মোঃ আব্দুর রাজ্জাক খান ।সমাজ সেবায় নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত মোঃ আব্দুল রাজ্জাক খান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য । মেদুয়ারী ইউনিয়নের প্রতিটি ইসলামী সভায়, প্রতিটি জানাযা নামাজে রয়েছে তার সরব উপস্হিতি।এছাড়াও সকল প্রকার জনকল্যান মূলক অনুষ্ঠানে তার উপস্হিতি লক্ষ করা গেছে। মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে ও খেলাধুলায় উপস্হিত হয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন মোঃ আব্দুল রাজ্জাক খান ।
এছাড়াও রাজনৈতিক ভাবে সকল কর্মসূচি পালন, বাংলাদেশ বিএমপি ও ভ্রাতৃপ্রিতম সহযোগী অঙ্গ সংঘঠনের সকল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য তিনি নিজে উপস্হিত থেকে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি অনুষ্ঠান সফল ও সুন্দর করে তুলেন। আর তার এমন কর্মকান্ডের জন্য মেদুয়ারী ইউনিয়নের যুব সমাজ তাকে নিয়ে অহংকারবোধ করেন। আবার যুব সমাজের অনেকেই তাকে অহংকার মনে করেন এবং তার সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডকে অনুসরণ করতে শুরু করেছেন বলে জানাযায়। মোঃ আব্দুল রাজ্জাক খান কর্মগুণে এবং সমাজ সেবায় অবদান রেখে যাওয়ার কারণে সিনিয়র নেতৃবৃন্দেরও সুনজরে রয়েছেন বলে জানাগেছে।
একান্ত সাক্ষাৎকালে বলেন,আমার রাজনীতিতে আসার উদ্দেশ্য ছিল মানুৃষের সেবা করা।আমি সবসময় চেষ্টা করেছি গরীব অসহায় মানুৃষের পাশে থেকে সাহায্য করতে, কতটুকু পেরেছি তা জানিনা তবে যতদিন বেচে থাকব ততদিন যাতে মানুৃষের সেবা করে যেতে পারি আল্লাহ যেন আমাকে সেই তওফিক দান করেন। বান্দিয়া দক্ষিণপাড়া মসজিদের সভাপতি হয়েছি। সকলের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
Leave a Reply