গৌরীপুর উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতির পাশাপাশি রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। সহনাটি, টেঙ্গাপাড়া, সানিয়াপাড়া, ধোপাজাঙ্গালিয়া, পল্টিপাড়া সহ বেশ কিছু এলাকায় প্রতিনিয়তই চলছে ইয়াবা, গাঁজাসহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের অবাধ বেচাকেনা।
প্রশাসনের নাকের ডগায় এসব চললেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, সন্ধ্যা নামতেই বিভিন্ন পাড়ায় মাদকসেবীদের আড্ডা বসে। এতে করে তরুণ সমাজ বিপথে যাচ্ছে।
একাধিক সূত্র দাবি করেছে একটি রাজনৈতিক দলের কয়েকজন স্থানীয় নেতার আশ্রয়ে ও মাসোয়ারার বিনিময়ে এসব মাদককারবার চলছে। ফলে মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে।
সহনাটি এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, টেঙ্গাপাড়া আর ধোপাজাঙ্গালিয়ায় নিয়মিত মাদক কেনাবেচা হয়। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।
এ বিষয়ে গৌরীপুর থানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় সচেতন মহল বলছে, শুধু অভিযান নয়—এ ধরনের ব্যবসা বন্ধে রাজনৈতিক প্রভাবমুক্ত কার্যকর উদ্যোগ এবং সামাজিক সচেতনতা জরুরি।
Leave a Reply