প্রায় ৬০ বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রথমবারের মতো পিত্তথলির পাথরের অপারেশন করা হয়েছে। আজ রবিবার উপজেলার চৌদার গ্রামের লুৎফা বেগমের (৫০) পিত্তথলির পাথর বিনা মূল্যে অপারেশন করা হয়।
অপারেশন করেন সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল মালেক, তাকে সহযোগিতা করে অ্যানেসথেসিয়া বিভাগের বিশেষজ্ঞ ডা. মো. মমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।
লুৎফা বেগম বলেন, দীর্ঘদিন ধরে পিত্ত থলির পাথরের জন্য পেটের ব্যথায় ভুগছিলাম। গরিব মানুষ, টাকার অভাবে অপারেশন করতে পারছিলাম না। এই হাসপাতালে বিনা মূল্যে অপারেশন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম পিত্ত থলির অপারেশন করা হয়েছে।
গত ৬ মাস যাবৎ বিভিন্ন অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা যায়, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। গত প্রায় ৬ মাস ধরে হাসপাতালে হার্নিয়ার, অ্যাপেন্ডিসাইটিস, সিজারিয়ান ও হাইড্রোসিল অপারেশন শুরু করা হয়েছে।
Leave a Reply