ময়মনসিংহের গৌরীপুরে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী (২৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। রোববার বেলা ১ টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জে যাচ্ছিল। এসময় গঙ্গাশ্রম এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী (২৮) নিহত হন। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। এতে আহত হন আরো অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়রা ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। সিএনজি দুটিও তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
Leave a Reply