আলুর দাম আগের মতোই রয়েছে। নান্দাইল সর্বত্র একই চিত্র।প্রশাসন খুচরা বাজারে যেসব অভিযান পরিচালনা করে তা বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট নয়।মূল মোকাম থেকেই আলুসহ নিত্যপ্রয়োজনীয় কাঁচা সবজির দাম বেশি ধরা হচ্ছে।এসব মোকামগুলো আইনের তোয়াক্কা না করে আলুসহ সবজির দাম বৃদ্ধিতে যেনো মেতে উঠেছে।
জানাযায়, নান্দাইল নিয়ন্ত্রণহীন কাঁচাবাজারে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৪৮ টাকা দারে বিক্রি হচ্ছে। এছাড়া সকল ধরনের সবজির দামও চওড়া। প্রতি কেজি বেগুন৭০ টাকা, শিম ১২০টাকা, লাউ পিচ ৭০-১২০ টাকা,পিয়াজ ৯০ টাকা,ধনিয়া ৩০০ টাকা কেজি, কাঁচা মরিচ ২০০ টাকা, টমেটো ১২০টাকা কেজি,জিঙ্গা ১২০ টাকা|
নান্দাইল ১৩টি ইউনিয়ন ১টি উপজেলার উল্লেখযোগ্য বাজারগুলোতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী ও আইনানুগ পদক্ষেপ ছাড়া আলুসহ সবজির বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে সচেতন মহল মনে করছেন।
Leave a Reply