ভারতের দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে প্রধান চরিত্রে রেখে নতুন ছবি নির্মাণ করছেন ‘বাহুবলি’খ্যাত পরিচালক এসএস রাজামৌলি।
ছবিটির নাম ‘রাইজ রোর রিভল্ট’ সংক্ষেপে ‘আরআরআর’। আর ছবিটি যে হলে মুক্তি দেয়া হবে সেটিকে পুড়িয়ে দেয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দেয়া হয়েছে।
এমন হুমকি দিয়েছেন তেলাঙ্গানা রাজ্যের বিজেপি সংসদ সদস্য বান্দি সঞ্জয় কুমার।
ছবিটিতে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমের অসম্মান করা হয়েছে দাবি করে এমন হুমকি দিয়েছেন এই বিজেপি সংসদ সদস্য।
মুক্তির আগেই ছবিটি নিয়ে প্রায় এক মাস ধরেই বিতর্ক চলছে। গত ২১ অক্টোবর ভীমের চরিত্রের টিজার অবমুক্ত হয়।এর পর থেকেই বিতর্ক শুরু হয়।
টিজারে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমকে অর্থাৎ এনটিআরকে মুসলিম পোশাকে দেখা গেছে। তার পরনে আলখেল্লা ও মাথায় টুপি পরা দেখা গেছে। চোখে সুরমাও দেয়া হয়েছে।
টিজার প্রকাশের পর পরিই এনটিআরের এমন মুসলিম অবয়ব নিয়ে প্রশ্ন ওঠে। প্রকাশ্য জনসভায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা সঞ্জয়।
তিনি ওই সভায় জানান, ইতিহাসকে বিকৃত করা হলে পরিচালকে ছেড়ে দেয়া হবে না। নাটকীয়তার জন্য কোমারম ভীমের মতো যোদ্ধার মাথায় টুপি পরানো মেনে নেয়া হবে না। সিনেমায় যদি আদিবাসী সমাজ ও কোমারাম ভীমের অসম্মান করা হয়ে থাকে রাজামৌলিকে লাঠিপেটা করা হবে। যে প্রেক্ষাগৃহে ‘আরআরআর’ মুক্তি পাবে তা পুড়িয়ে দেয়া হবে।
বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন ভীমের নাতি সোনে রাও।
তিনি জানান, পরিচালকের উচিত ছিল আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা। কোমারম ভীমের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেয়া। দাক্ষিণাত্যের আদিবাসীদের কাছে ভীম ঈশ্বরতূল্য। ইতিহাসকে এভাবে বিকৃত করা যায় না।
‘আরআরআর’ছবিতে জুনিয়র এনটিআর ছাড়াও আলিয়া ভাট ও অজয় দেবগনকে দেখা যাবে।
টিজারটি দেখুন -https://www.youtube.com/embed/BN1MwXUR3PM
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply